Posts

Showing posts from October, 2017

পাগলিটাও মা হয়েছে।

Image
পাগলিটাও মা হয়েছে তবে বাবা হয়নি কেউ পাগলি বলে যায়নি ছেড়ে প্রসব ব্যাথার ঢেউ পাগলিও যে নারি শরীর বয়ে বেড়ায় তার ছেড়ে যায়নি মাসিক নামের ব্যাথার অনাচার রাস্তায় ঘুরে কাটে দি...

আমি মসজিদ যাই না, আমি মসজিদের বদ্ধঘরে নামাজ আদায় করিনা।

Image
আমি মন্দির যাই না, তোমার পায়ের নীচে আমার কন্ধ অধঃস্থ হয় না, আমি মসজিদ যাই না, আমি মসজিদের বদ্ধঘরে নামাজ আদায় করিনা। আমি গির্জায় যাই না, আমি তোমার সামনে দাঁড়িয়ে থেকে হস্ত জোড় করে প্রার্থনা করিনা। তোমার ভাষায় বলতে গেলে আমি নাস্তিক। আমি দেবালয়ে গিয়েছিলাম, সেখানে দেখেছি অসংখ্য অসহায় মানুষের ভীড় একমুঠো একবেলা খোরাকের জন্য দাঁড়িয়ে আছে। আমি পীরের দরবারে গিয়েছিলাম, সেথায় আমি দেখেছি, ক্ষুধাতুর শিশুদের ফেটে পড়া বুকের কান্না। আমি চার্চে গিয়েছিলাম, তথায় দেখেছি, জীবন্ত মানুষের লাশ তোমার সামনে মাথানত। তোমার সৃষ্টির ধরণীর বুকে আজ মানুষ নামক প্রাণীটি হন্য, দুর্বল, স্বার্থান্বেষী, চিরাচরিত ভদ্র। মুখোশের আড়ালে তোমাকে নিয়ে খেলছে রাজনৈতিক মহল থেকে শিক্ষা মহল। মাতিয়ে তুলছে অজ্ঞদের, ভাষণে ভাষণে ভরিয়ে তুলছে হিংসা, আর সাম্প্রদায়িক দাঙ্গার আহবান। জীবন্ত মানুষ হয়ে এই খেলা মেনে নিতে পারিনা তাই আমি আজ নাস্তিক। আমি আমার ছোটো কুটিরে তোমাকে খুঁজি, তুমি কি সত্যিই নেই আমার ভাঙা মন্দিরে। তুমি কি হাজার কোটি টাকা দিয়ে তৈরি মন্দির, মসজিদ, গির্জায় থাকো? আমিতো ভেবেছি হাজার কোটি টাকা দিয়ে তৈরি মণ্ডপের কথা। ...

আমি মানব

Image
ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের কে গুড়িয়ে দিতেই এখানে এসেছি কতবার সংবাদ পড়ে ধিক্কার জানিয়েছি কলুষিত যাযাবর এক অদূর্শ্য ধর্মকে কতদিন টিভি খবর আমাকে মুখ লোকাতে বাধ্য ক...

তসলিমা নাছরিন

Image
শিকড়ে বিপুল ক্ষুধা , ১৯৮১ নির্বাসিত বাহিরে অন্তরে , ১৯৮৯ আমার কিছু যায় আসে না  , ১৯৯০ অতলে অন্তরীণ , ১৯৯১ বালিকার গোল্লাছুট , ১৯৯২ বেহুলা একা ভাসিয়েছিল ভেলা , ১৯৯৩ আয় কষ্ট ...

জন্মেছিলাম নারীর গর্ভে, মরতেও চাই নারীর হাতে।

Image
জন্মেছিলাম নারীর গর্ভে, মরতেও চাই নারীর হাতে। চাই না তুচ্ছ ট্রেন বা ট্রামে কাটা পড়ে কিংবা আত্মীয় বা আততায়ীর গুলিতে আমার মৃত্যু হোক। চাই না দীর্ঘ কর্কটব্যাধি বা বহুমূত্...

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য

Image
 সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যঃ নিম্নে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে বিদ্যমান পার্থক্যগুলো তুলে ধরা হলো- ক্রমিক নং সমা...

আঙুলের ছাপ রেজিস্ট্রেশন

Image
যুদ্ধ, প্রতিযোগিতা, চাহিদা ও উৎপাদন বৃদ্ধি ইত্যাদি কারণে বিশ্ববাজারে তেলের দাম কমতে কমতে বছর দেড়েক আগেই তিন ভাগের এক ভাগে নেমে আসে। ২০১৩ সালে বিশ্ববাজারে অপরিশোধিত তেল...

গঠনতন্ত্র লঙ্ঘনই ছাত্রলীগে নিয়ম! সাইফ মাহমুদ রিয়াদ।

Image
২০১৫ সালের ২৫-২৬ জুলাই সম্মেলনে বর্তমান কেন্দ্রীয় নির্বাহী সংসদের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী না থাকায় সোহাগ-জাকির প্যানেল নির্বাচিত হয়। এর সাত মাস পর ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি হয়। গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৭ সালের ২৪ জুলাই এ কমিটির মেয়াদ শেষ হবে। কমিটি পূর্ণাঙ্গের সময় অভিযোগ ওঠে বহিষ্কৃত, হত্যা মামলার আসামি, ইয়াবা কারবারি ও অপহরণকারীদের পদ দেওয়ার। অথচ অনেকেই সক্রিয় থাকার পরও পদ পাননি। সূত্র জানায়, নব্বইয়ের দশকের আগে ছাত্রলীগের কমিটি নিয়মের মধ্যেই হয়েছে; যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। সর্বশেষ ১৯৯২-১৯৯৪ সালে মাঈনদ্দিন হাসান চৌধুরী ও ইকবালুর রহমান কমিটি দুই বছরের মধ্যেই নতুন কমিটি গঠন করে। এরপর পাঁচটি কমিটি চার বছর করে দায়িত্ব পালন করেছে। সর্বশেষ বদিউজ্জামান সোহাগ-সিদ্দিকী নাজমুল আলম কমিটি ২০১১-২০১৫, মাহমুদ হাসান রিপন-মাহফুজুল হায়দার রোটন কমিটি ২০০৬-২০১১, লিয়াকত সিকদার ও নজরুল ইসলাম বাবু কমিটি ২০০২-২০০৬, বাহাদুর বেপারী ও অজয় কর খোকন কমিটি ১৯৯৮-২০০২, এ কে এম এনামুল হক শামীম ও ইসহাক আলী খাঁ পান্না কমিটি ১৯৯৪-১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্বে ছিল। ছাত্রলীগ...

আমরা কেনো ব্রাজিল করি

Image
অনেকেই বলে ব্রাজিল কেন সাপোর্ট করি?? নিম্নে ব্রাজিল সাপোর্ট করার কারণ দর্শানো হলো...! ১. ব্রাজিলই একমাত্র দল যে, দল ৫বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে- ১৯৫৮, ১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২! ২.ব্রাজিলই একমাত্র দল যে, দল সবচেয়ে বেশি কনফেডারেশন কাপ জিতেছে+হ্যাট্রিক সহ-৪বার! ৩.ব্রাজিলই একমাত্র দল যে, দলপ্রত্যেকটা বিশ্বকাপ খেলেছে-১৯৩০-২০১৪! ৪.ব্রাজিলই একমাত্র দল যে, দল ৭বার ফাইনালে উঠেছে + ৫বার চ্যম্পিয়ন হয়েছে! ৫. ব্রাজিলই একমাত্র দল যে, দল পরপর ৩বার.ফাইনালে উঠেছে ১৯৯৪,১৯৯৮,২০০২+ ২বার চ্যাম্পিয়ন! ৬. ব্রাজিলই একমাত্র দল যে, দল সবচেয়ে বেশিগোল.দিয়েছে-২০০০+! ৭. ব্রাজিলই একমাত্র দল যে দল সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে-৬০০+! ৮. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে ১০০০ গোল করা দুইজন কিংবদন্তি প্লেয়ার পেলে,রোমারিও! ৯. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে সর্ব কনিষ্ঠ ওয়ার্ল্ডকাপ জিতানো+৩টি বিশ্বকাপ জিতানো প্লেয়ার-পেলে! ১০. ব্রাজিলই একমাত্র দল যে, দলরয়েছে বিশ্বকাপে ২য় সর্বোচ্চ গোল করারা প্লেয়ার-রোনালাদো (১৫গোল)! ১১. ব্রাজিলই একমাত্র দল যে, দলে রয়েছে ফুটবলের শিল্পী রোনালদিনহো! ১২. ব্রাজিল...

আমাকে নিয়ে গল্প লিখো না

Image
আমায় নিয়ে গল্প লিখো না। আমি গল্প নই, আমি বাস্তবতা। আমায় নিয়ে ছন্দ লিখো না। আমি ছন্দ নই, জীবন্ত সত্ত্বা। পড়ন্ত বিকেলের নিবিষ্ট হয়ে থাকা একটুকরা যত্ন, সাতরঙ্গের স্বপ্নে আকা রংধনু। বিষাদ নীল গগনে ভেসে চলা এক বিহঙ্গ। মুক্ত চেতনায় উদ্দীপ্ত কোন শক্তি। আমি কোন কাব্য নই। কাব্যের সংকীর্নতা আমায় ছোঁয়া দেয় না। আমায় নিয়ে কাব্য লিখো না। আমি কাব্য নই, আমি চলমান ধারা। হাজারো মৌলবাদের ভীড়ে, আমি হারিয়ে যাওয়া সেই মানবতা, যাকে চোখ মেলে দেখে না ধর্মান্ধরা। আমি সম্পদের অট্টালিকায় হারিয়ে যাওয়া, কিছু বিষাদ নীল সময়ের অভিজ্ঞতা। আমি সেই অবহেলায় পড়ে থাকা দারিদ্রের এক টুকরো হাসি। আমি পরাজয় ভুলে জেগে উঠা, শৃঙ্খলভাঙ্গা তারুণ্য সর্বনাশী। আমায় নিয়ে গল্প লিখো না। আমি গল্প নই, আমি বাস্তবতা। আমায় নিয়ে ভেব না। আমি আজ জাগ্রত চেতনা।

দোয়া দরুদ পড়ে সমাজ পরির্বতন হবেনা।

Image
বিনম্র শ্রদ্ধা কমরেড জসীম মন্ডল। ভায়েরা শুনে রাখেন, দোয়া-দরুদ পড়ে, আবেদন-নিবেদন করে, পীর সাহেবের পানি পোরা খেয়ে, গলায় তাবিজ বেঁধে, প্রেম-পিরিতি করে, কোন শালার অবস্থা এক ইঞ্চিও পরিবর্তন হইবে না..! ধনী লোক, গরীব লোকরে না ঠকালে, মালিকরা শ্রমিকদের না ঠকালে, পয়সা কম না দিলে, কোন শালা বড়লোক হতে পারিবে না..! ইহার নাম বিজ্ঞান, ইহার নাম অংক, ইহা আপনাকে বুঝিতেই হইবে, তা না হইলে জোড়াতালি দিয়া, আবেদন-বিনেদন করিয়া- আপনার অবস্থার এক চুলও পরিবর্তন হইবে না, লিখিয়া রাখিতে পারেন..।  কমরেড জসীম মন্ডল

আমার শহরঃ বৃষ্টিমানুষ –

Image
বসন্ত তবে এসেই গেল, বুঝলে ভায়া! একটা কুকুর শুকছে আমার পায়ের ধুলো চমকে উঠে পেছনে দেখি, কি বেহায়া! আমার হাতে আধখানা রোল, ঝুলছে নুলো ছ’টা পঁচিশ, পেটে তখন ছুঁচোর সেকি লাফ বসন্ত যদি এসেই থাকে তোর বাপের কি ছুটছে সবাই বাস ধরবে ট্রেন ধরবে উল্টোডাঙ্গার মোড়ে শুধু আমি একাকী… কী আর হবে বসন্ত এলে,ভিক্টোরিয়া ময়দান আর পার্কে শুধু ভীড় বাড়বে শীতে দেখিয়ে খেত সবাই,এখন মুখ লুকোবে ছাতার তলায়। আমারও সময়,বাস ছাড়বে। ছিল না কি বসন্ত আমারও,একটা দুটো… ছাতার তলায় ঘন হয়ে বসে পৃথিবীতে মুখ উত্তাপে আর উত্তাপে তোর বুকে ঘাম আর ঘ্রাণের ভেতর খুঁজিনি প্রেমের সুখ ? তবুও তো প্রেম এলো না,তার বদলে একতাল মাংস এল উঠে,চিকেন কষা কপাৎ করে গিলে ফেলে দেখি তোকে কোমরে বেশ মেদ জমেছে,বাসের সীটে বসা। ধুস শালা! বাস ছুটে যায়ধুলোর বেগে হাজার হাজার ধুলো তখন প্রেমের খেলা খেলতে থাকে, হাতে হাতরেখে সবাই পার হয়ে যায় রাস্তা ঘাটএই বেলা আমিই শুধু দাঁড়িয়ে থাকি, ভীড়ের ভেতর ছুটোছুটি যন্ত্রমানব,বসন্ত এসে গেছে সময় এসে লাথ মারে পেছনে, “ভাগ শালা সময় নেই প্রেম মারাতে গেছে!” হটাত করেই বাসটা এসে গেল আমারও তখন ঘরে ফেরার তাড়া বাস...

সমাজতন্ত্র কেন??

Image
সমাজতন্ত্র কেন ? – আলবার্ট আইনস্টাইন . যদি কেউ অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিষয়ে বিশেষজ্ঞ না হন তাহলে তার পক্ষে কি সমাজতন্ত্র সম্বন্ধে মতামত দেয়া উচিত হবে? আমার বিশ্বাস অনেক কারণবশত এই মতামত প্রকাশ করা যেতে পারে। প্রথমেই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যাক। আপাতভাবে মনে হতে পারে জ্যোতির্বিদ্যা ও অর্থনীতি বিজ্ঞানের মধ্যে কোনো পদ্ধতি বা প্রকরণগত পার্থক্য নেই। দৃটি ক্ষেত্রেই বিজ্ঞানীরা চারপাশের ঘটনাবলী অধ্যয়ন ও বিশ্লেষণ করে পারষ্পরিক সম্পর্ক স্থাপনের প্রয়াস করেন। অবশ্যই এই সম্পর্ক সকলের পরিষ্কারভাবে বোধগম্য এবং গ্রহণযোগ্য হতে হবে, যাতে বিষয় সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণার সৃষ্টি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞানের দুটি শাখার আলোচনায় ও গবেষণায় পদ্ধতিগত পার্থক্য আছে, অর্থনৈতিক ঘটনাবলী বহু বিষয়ের উপর নির্ভরশীল। সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিষয়গুলির পর্যবেক্ষণ ও মূল্যায়ণ করা বেশ কঠিন। তাই অর্থনীতির ক্ষেত্রে সমস্ত ঘটনাবলী আলাদাভাবে পর্যালোচনা করে কোন গ্রহণযোগ্য সাধারণসূত্র নির্ণয় করা অপেক্ষাকৃত অসুবিধাজনক। সর্বোপরি আমাদের জানা আছে তথাকথিত সভ্যতার ঊষাকাল থেকে মানব ইতিহাস কেবলমাত্র অর্...