দোয়া দরুদ পড়ে সমাজ পরির্বতন হবেনা।

বিনম্র শ্রদ্ধা কমরেড জসীম মন্ডল।

ভায়েরা শুনে রাখেন, দোয়া-দরুদ পড়ে, আবেদন-নিবেদন করে, পীর সাহেবের পানি পোরা খেয়ে, গলায় তাবিজ বেঁধে, প্রেম-পিরিতি করে, কোন শালার অবস্থা এক ইঞ্চিও পরিবর্তন হইবে না..! ধনী লোক, গরীব লোকরে না ঠকালে, মালিকরা শ্রমিকদের না ঠকালে, পয়সা কম না দিলে, কোন শালা বড়লোক হতে পারিবে না..! ইহার নাম বিজ্ঞান, ইহার নাম অংক, ইহা আপনাকে বুঝিতেই হইবে, তা না হইলে জোড়াতালি দিয়া, আবেদন-বিনেদন করিয়া- আপনার অবস্থার এক চুলও পরিবর্তন হইবে না, লিখিয়া রাখিতে পারেন..।

 কমরেড জসীম মন্ডল

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য