জন্মেছিলাম নারীর গর্ভে, মরতেও চাই নারীর হাতে।

জন্মেছিলাম নারীর গর্ভে,
মরতেও চাই নারীর হাতে।
চাই না তুচ্ছ ট্রেন বা ট্রামে কাটা পড়ে
কিংবা আত্মীয় বা আততায়ীর গুলিতে আমার মৃত্যু হোক।
চাই না দীর্ঘ কর্কটব্যাধি বা বহুমূত্রে ভুগে-ভুগে আমার মৃত্যু হোক,
চাই না রাষ্ট্রীয় জল্লাদের ম্যানিলা রোপে
কিংবা মূর্খ মোল্লাদের চাপাতির কোপে আমার মৃত্যু হোক!
আমি চাই আমার সকালমৃত্যু হোক।
আমি চাই—
ধানীরঙা শাড়িপরিহিত কোনো নারীর রাতভর উপর্যুপরি দুঃখের আঘাতে
ধুঁকে-ধুঁকে কোনো এক সকালে আমার অকালমৃত্যু হোক!
আমার মৃত্যুর পর বাংলাদেশের সাড়ে সাত কোটি নারী সমস্বরে বলে উঠুক—
নিশ্চয়ই সে সর্বশেষ কবি,
তার পরে আর কোনো কবি আসবে না।
শপথ কবিতার,
শপথ পাঞ্জাবির,
শপথ সাবালিকার—
আমি নারীর হাতেই সকালে অকালে খুন হতে চাই!
কবিতার জন্যে আমি নারীর কাছে ঋণী,
জন্মের জন্যে আমি নারীর কাছে ঋণী;
নারীর হাতে মরে গিয়ে আমি জন্মের ঋণ শুধে যেতে চাই।

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য