আমি মানব
ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের কে গুড়িয়ে দিতেই এখানে এসেছি
কতবার সংবাদ পড়ে ধিক্কার জানিয়েছি কলুষিত যাযাবর এক অদূর্শ্য ধর্মকে
কতদিন টিভি খবর আমাকে মুখ লোকাতে বাধ্য করেছে মায়ের শাড়ির আচলে।
আমি ধ্বংস ডেকে আনবো তাদের-
যারা ধর্মের ভাজে ভাজে লুকিয়ে রাখে ভন্ডামি,লোভ,লালসা;
দেদারছে হত্যা করে এক ভাই আরেক ভাইকে খুচিয়ে খুচিয়ে।
মসজিদ নিয়ে কমিটির রাজনীতি,ধর্মকে পুজি করে রাজনীতি
আমি কোনকালে প্রশয় দেয়নি আর মানবোও না
ভেঙে ফেল তোমাদের অমসজিদের কলুষিত দেয়ালের রাজনীতিতে গাথা প্রতিটি ইট
যেখানে সিজদারত থাকে কংকালসারী কিছু অপদার্থ আর কু-চক্রি ঘূণিত মানুষ
মানুষ বললে; আসল মানুষগুলো অপমান করা হয় ওরা অমানুষ,নাস্তিক।
ভেঙে ফেল তোমার অস্পষ্ট মন্দির নামের পবিত্র উপাসনালয়
যেখানে অমানুষের রাজ্যে বসবাস করে অপদার্থ, বেহায়া আর মানুষ্যরুপী কিছু শয়তান
ভগবানের নামে মাটির স্বর্গে যারা ধোয়া উড়িয়ে উড়িয়ে পাপ করেই চলেছে দিন দিন
আমি হিন্দু ধর্মে বিশ্বাসী ! কারন আমি মানুষ রুপে জন্ম নিয়েছি কুকুরের বেশে নয়
জন্মের সাত জনম আগে আমি হয়ত সনাতন অথবা পুরোহিত ছিলাম
খ্রিস্টান হয়ত আমার প্রিয় ধর্ম ছিল অথবা বৌদ্ধ ছিলাম হয়ত।
Comments
Post a Comment