Posts

Showing posts from June, 2017

আমরা ঢাবিয়ান

ঢাবিয়ানদের গর্ব বিষয়ক কিছু শ্রুতি বাতাসে ভাসে। "ঢাবির ক্যান্টিন বয় যদি জানে আপনি বহিরাগত তাহলে সামনের চুলে আঙ্গুল দিয়ে পরিপাটি করতে করতে ভাব নিয়ে বলবে,ভাই কিছু জানার থাকলে তাড়াতাড়ি বলেন। আমার টাইম নাই।" "ঢাবির বাদাম বিক্রেতার কথা বলার সময় মুখে খৈ ফোটে। বাদাম বেচে ডেইলি দুইশো টাকা আর্ন হয়।আগামী মাস থেকে আরেকটা বিজনেস শুরু করব। কথা বলার সময় ওর মুখে যে তাপ জেনারেট হয় তা দিয়ে কয়েক কেজি বাদাম ভেজে ফেলা সম্ভব।" ""প্যান্ট পরতে না জানা ছেলেটি এখানে এডমিশন নেবার পর অন্যদের প্যান্ট পরা শিখায়।"" একটা গল্প বলি। আমরা তখন সেকেন্ড ইয়ারে। কোন এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পত্রিকায় একটা কলাম লেখে।ঢাবি এবং এর স্টুডেন্টদের অবজ্ঞা করে। অামাদের আইন বিভাগের এক স্যার এর প্রতিত্তোরে একটা কলাম লেখে। সেই কলামের শেষ প্যারায় স্যার লিখেছিলেন, "হাতি শুয়ে থাকলেও অন্য প্রানী থেকে বড় ই থাকে"। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করার সময় এর শিক্ষক ছাত্র অধিকাংশ ক্ষেত্রে মুল গর্বের জাইগাটা এভয়েড করে। আমাদের মত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য ঢাবি মুলত অনেক বড় আশ্রয়। ...

বাংলার স্লোগান_বাংলার কথা।

Image
ভুমিকা বা প্রাক কথায় চলে গেল দুই পর্ব, আসল কথায় আসা হলনা, ভাবছি সরাসরি অবিভক্ত ভারত, পরবর্তীতে পাকিস্তান, ভারত, সবশেষে বাংলাদেশের রাজনৈতিক শ্লোগান ও দেওয়ালের লিখন সোজা সাপটা ভাবে বন্ধুদের জন্য উপস্থাপন করি, আমরা জানি যে ব্রিটিশ আমলে ছিল স্বরাজ আন্দোলন,ব্রিটিশ রাজতন্ত্রর বেড়ি থেকে মুক্তির আন্দোলন, বাংলা কথায় ব্রিটিশ খেদাও আন্দোলন—তখনকার শ্লোগান বা দেওয়াল লিখন ছিল নিম্ন রূপ —-বিশেষ করে কংগ্রেসিরা এসব শ্লোগান দিত এবং দেওয়ালে লিখত, বন্দে মাতরম, জয় হিন্দ, কুইট ইনডিয়া , যখন ভারতীয়রা স্বাধীনতার জন্য মরিয়া তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তাঁদের মুখের শ্লোগান ছিল বিদ্রুপাত্তক, যেমন সারে গামা পাধানি, বোম ফেলেছে জাপানী, বোমের মধ্যে কেউটো সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ, তখন সাম্যবাদীরা শ্লোগান বা দেওয়ালে লিখতেন, “মাঙ্গ রাহে হ্যাঁয় হ্যাঁর ইনসান, রোটি কাপড়া আউর মাকান, ওদিকে মুসলিম লীগ শ্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাউ হু আকবর, ” মু মে বিড়ি, হাত মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান হয়ে যাওয়ার পর শ্লোগানের ভাষা গেল পাল্টে — বাংলা ভাষা কায়েম কর কায়েম কর, যুক্ত ফ্রন্টের একুশ দফ...
সাইফ মাহমুদ রিয়াদ বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে, বিপ্লব অর্জন করতে হয়।” **“নিষ্ঠুর নেতাদের পতন এবং প্রতিস্থাপন চাইলে নতুন নেতৃত্বকেই নিষ্ঠুর হতে হবে।” **“নীরবতা একধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে” **“আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে (তার বিপ্লবী চেতনাকে নয়)। **”শিক্ষা ব্যবস্থা তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে গরীব থেকে ধনী একই শিক্ষায় শিক্ষিত হবে, এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে” **”সর্বোপরি, একজন বিপ্লবীকে সবসময় দৃঢ়ভাবে বিশ্বের যেকোন প্রান্তে সংঘটিত যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে” **“মনুষ্য জাতির অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে, শুধু ব্যক্তি পর্যায়ে সময়ের আবর্তে বিপ্লবের শক্তি ক্ষয়ে যায়” **”আমরা কিসের জন্য বাঁচব সেটা আমরা নিশ্চিত হতে পারি না যতক্ষণ না আমরা তার জন্য মরতে প্রস্তুত থাকি” **“সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে, কেউ কেনো হৃদয় সুন্দর পরিপাটি রাখে না?” **“জঘন্য বিপদ জানার পরেও আমায় বিল্পবের রহস্য বলতে দাও, বিপ্লব সবসময়ই গভীর আবেগ ...
বিপ্লবী প্রিয়া সাইফ মাহমুদ রিয়াদ...... বিপ্লবী প্রিয়া....... নিয়ম ভাঙার মিছিলে তোমাকে স্বাগতম প্রিয়তমা। একটি শুদ্ধি অভিযানে তোমাকে স্বাগতম প্রিয়তমা। একটি লাল পতাকার লংমার্চে তোমাকে স্বাগতম প্রিয়তমা। একটি নগরীর পতনে তোমাকে স্বাগতম প্রিয়তমা। একটি নতুন ইতিহাস লেখায় তোমাকে স্বাগতম প্রিয়তমা।
বিপ্লবী প্রিয়
বিপ্লবী প্রিয়