ফেলানী

ওপার বাংলা এপার বাংলা মাঝখানে কাঁটা তার
গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানী বলতো দোষটা কার!
কিন্তু সে নয় ফেলানী খাতুন বিএসএফ জানে ঠিক
পথ ভুল করে নিয়েছিল গুলি হঠাৎ তোমার দিক

বেকসুর ছুটি পেযেছে সেপাই খুনীরা যেমন পায়
ভেবে দখ মেয়ে ওই খুনীটাও বাংলায় গান গায়
তুমিও গাইতে গুনগুন করে হয়তো সন্ধ্যে হলে
তোমারি মতন সেমই সুরগুলো কাঁটা তার থেকে ঝোলে

শোন বিএসএফ শোন হে ভারত কাঁটা তারে গুনগুন
একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন
রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই

রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই

তোমার গুলিতে বাংলার পাখি কাঁটা তারে ঝুলবেই।
_________________________________
ফেলানী খাতুন - কবীর সুমন

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য