মানুষ নাকি ধর্ম

কোথাও সে হিন্দু, কোথাও সে মুসলমান
দুইজনেই নির্যাতিত যেখানে নেই অবস্থান।
সংখ্যাগুরুরা তাদের সংখ্যালঘু বলে,
ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ গড়ে তোলে
যে শিশুটি আজ জন্ম নিল, ধর্ম ছোয়নি তারে
সেই শিশুটিই পৃষ্ঠ হচ্ছে ধর্মীয় জাঁতাকলে
মানুষ এইখানে মানুষ মারে কি?
নাকি ধর্ম মারে মানুষ?
ধর্মই এখানে জয়ী হয়েছে,
বিবেক হয়েছে বেহুশ!
মনুষ্যত্ব আজ বিলুপ্ত হয়েছে,
কল্পলোকের ভিড়ে
স্বর্গের আশায়, উন্মাদ হয়ে
মানুষই মানুষ মারে।
ফিলিস্তিনে মুসলিম মরে, হিন্দু পাকিস্তানে
ক্রুশবিদ্ধ হয়ে ঈশ্বরপুত্র মারা গেল, বৌদ্ধ লোকান্তরে.
চারদিকে শুধু বিশ্বাসী আর বিশ্বাসী,
তবুও পৃথিবীটা হল না সুন্দর, দুঃখটা অন্তরে।

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য