বামপন্থী,কৃষক - জনতার সশস্ত্র সংগ্রাম।

বামপন্থী, কৃষক–জনতার সশস্ত্র সংগ্রাম। এধরণের উল্লেখযোগ্য সংগ্রামগুলো হলো।

          সন্ন্যাস-ফকির বিদ্রোহ(১৭৬৩), মোদিনিপুর বিদ্রোহ(১৭৬৬), কুমিল্লা-ত্রিপুরার শমসের গাজীর বিদ্রোহ(১৭৬৭), সন্দ্বীপের কৃষক বিদ্রোহ(১৭৬৯), কৃষক তন্তবায়গণের সংগ্রাম(১৭৭০), পার্বত্য চট্টগ্রামের চাকমা বিদ্রোহ(১৭৭৬), নীল-চাষিদের সংগ্রাম(১৭৭৮), লবণ শিল্প ও মালঙ্গীদের সংগ্রাম (১৭৮০), রেশমচাষির সংগ্রাম(১৭৮০), রংপুর বিদ্রোহ(১৭৮৩), যশোর–খুলনার প্রজা বিদ্রোহ(১৭৮৪), বীরভূমের গণবিদ্রোহ(১৭৮৫), বীরভূম-বাঁকুড়ার পাহাড়িয়া বিদ্রোহ(১৭৮৯), দ্বিতীয় চোয়ার বিদ্রোহ (১৭৯৮), মোদিনিপুরের নায়েক বিদ্রোহ(১৮০৬), ময়মনসিংহ-পরগণায় কৃষক বিদ্রোহ(১৮১২), সন্দ্বীপের দ্বিতীয় ও তৃতীয় বিদ্রোহ(১৮১৯-১৮২৪), ময়মনসিংহ-শেরপুরের প্রথম পাগলপন্থী বিদ্রোহ (১৮২৫), নীলচাষীদের সংগ্রাম(১৮৩০), তীতুমীরের নেতৃত্বে ওহাবি আন্দোলন(১৮৩১), ময়মনসিংহের গারো বিদ্রোহ(১৮৩৭), ফরিদপুরের ফরাজি বিদ্রোহ(১৮৩৮), ত্রিপুরার কৃষক বিদ্রোহ(১৮৪৪), সাঁওতাল বিদ্রোহ(১৮৫৫), সিপাহী-জনতা মহাবিদ্রোহ(১৮৫৭), নীল বিদ্রোহ(১৮৫৯), সুন্দরবন অঞ্চলের বিদ্রোহ(১৮৪১), সন্দ্বীপের চতুর্থ বিদ্রোহ(১৮৭০), সিরাজগঞ্জের বিদ্রোহ(১৮৭২), পাবনার কৃষক বিদ্রোহ (১৮৭৩), যশোরের নীল বিদ্রোহ(১৮৮৯), চট্টগ্রামের যুব বিদ্রোহ(১৯৩০), কিশোরগঞ্জের কৃষক বিদ্রোহ (১৯৩২), সিলেটের নানকার বিদ্রোহ(১৯২০-১৯৫০), টংক আন্দোলন(১৯৪৬-৫০), তেভাগা- তেলেঙ্গানার কৃষক আন্দোলন(১৯৪০), এবং ঢাকা-নারায়ণগঞ্জ সুতাকল শ্রমিকদের বিদ্রোহ(১৯৪৬)।

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য