মার্কসবাদ
মার্কসবাদ হচ্ছে প্রলেতারিয়েতের
মুক্তির মতবাদ। মার্কসবাদের তিনটি উৎস হচ্ছে জার্মান দর্শন, ব্রিটিশ অর্থশাস্ত্র ও ফরাসী সমাজতন্ত্র। এর তিনটি উপাদান হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ, শ্রেণিসংগ্রাম ও উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। এছাড়াও মার্কসবাদ
ঐতিহাসিক বস্তুবাদ, বিপ্লব, রাষ্ট্র, পুঁজি ও পুঁজিবাদ প্রসঙ্গে আলোচনা করে। সমাজতত্ত্বে মার্কসবাদ সমাজ, সামাজিক শ্রেণি এবং তার উদ্ভব ও বিলুপ্তি, মানুষ,
ধর্ম, ইতিহাস ও বিচ্ছিন্নতার তত্ত্ব আলোচনা করে। সমাজতন্ত্র এবং সাম্যবাদ অর্জন তার লক্ষ্য। সংশোধনবাদ ও
সুবিধাবাদের বিরুদ্ধে লড়াই করে তা বিকশিত হয়। লেনিন লিখেছেন ‘মার্কসবাদ ও অভ্যুত্থান’ এবং ‘মার্কসবাদ এবং শোধনবাদ’।বাংলাদেশ ও বিশ্বজুড়ে মার্কসবাদের ভূমিকা অনস্বীকার্য।
Comments
Post a Comment