হে ঈশ্বর জবাব দাও!
হে ঈশ্বর,পূনর্জন্ম যদি নাই থাকে,
তবে কি আমার পাপ?
যারা দিনের বেলা গড়ে
মসজিদ,রাতে খোলে ভদকার বোতল,
সুর্যালোকে পড়ে ধর্মগ্রন্থ, রাতে
টানে নারীর আচল,
ঈশ্বর,তারাই স্বর্গে যাবে?
আমরা যারা দিনমজুর,একবেলা খাই
দুবেলা কুড়োই,ঘুমানোর আগে শুনি
সাইরেনের শব্দ
তাদের দিয়েই হবে হাবিয়া পূর্ণ?
আচ্ছা ঈশ্বর,দোজখে অভাব নেই তো?
Comments
Post a Comment