নারীবাদ- তোমার কেমন যুক্তি?

নারীবাদ নিয়ে আমার মতামত খুব স্পষ্ট, নারীদের অধিকার নারীদেরই অর্জন করতে হবে, খালি পুরুষদের দোষারোপ করে নারী অধিকার অর্জন করা কল্পনাপ্রসুত ব্যাপার। যেখানে নারীবাদের মুল মন্ত্র হওয়া উচিৎ ছিল নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, নারীদের জাগ্রত করে তোলা, তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। সেখানে বর্তমানে নারীবাদ মানে হচ্ছে পুরুষদের প্রতি ঘৃণা, নারীকে পুরুষদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ মনে করা, কয়েকজন পুরুষের অপকর্মের জন্য পুরো পুরুষজাতিকে দায়ী করা।
আমি কিছু কিছু নারীবাদীদের পুরুষদের প্রতি ঘৃণা দেখে রীতিমত আতংকিত। কেউ কেউ মনে করেন পৃথিবীর সব পুরুষরাই খারাপ এবং সবাই ধর্ষক। নারীদের ধর্ষণ করাই বোধহয় পুরুষদের একমাত্র কাজ। কয়েকজনকে এমন আন্দোলন করতে শুনেছি, নারীর গর্ভে পুরুষ ভ্রুন দেখামাত্রই তাকে হত্যা করা উচিৎ। পুরুষ মানেই খারাপ, পুরুষ মানেই ধর্ষক। তাদের মাথায় রাখা উচিৎ, তাদের বাবাও একজন পুরুষ, তাদের ভাইও একজন পুরুষ। কয়েকজন ধর্ষকের কারনে পুরো পুরুষজাতিকে ঘৃণা করার কোন যুক্তি খুজে পাইনা।

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য