ব্রা স্পষ্ট দেখা গেলে আপনাকে বলে রাখি এটা মেয়েদের পোশাক।

আগুনমুখা গরম। পিঠ ঘামে ভিজে জামার ভেতরের ব্রা স্পষ্ট দেখা গেলে আপনাকে বলে রাখি এটা মেয়েদের পোশাক। আপনার যেমন স্যান্ডো গেঞ্জি! মেয়েরা আপনার ঘামে ভেজা স্যান্ডো গেঞ্জি দেখে এই গরমে আপনার কষ্টকে ধারণ করে, আর আপনি আঁড়চোখে ব্রা দেখে বিশেষ আবেদন অনুভব করেন! রাস্তাঘাটে হঠাৎ পাশের কোন নারীর পাজামা ভেদ করে জামায় রক্তের লাল ছোপ টের পেলে আপনাকে বলে রাখি তুমুল আনন্দ পাওয়ার এখানে কিছু নেই। এটা মেয়েদের নিয়মিত শারীরিক প্রক্রিয়া। আপনার মা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে, আপনার দাদী-নানীর মাসিক হয়েছে, দেশের প্রধানমত্রী, বিরোধী দলীয় নেত্রীর হয়েছে, আমার মায়ের  হয়েছে, আমার মেয়েরও হবে। জানেন কি আপনার জন্মের পেছনে আছে এই রক্তের অবদান! কেমনে এখানে সুড়সুড়ি খুঁজে পান ভাইলোক! আপনাদের কী বিনোদনের এতোই অভাব পড়েছে! নারীর পোশাকে বিনোদন খোঁজেন, নারীর শরীরের ভাঁজে বিনোদন খোঁজেন, ঘামে জবজবে জামার ভেতরে বিনোদন খোঁজেন , সৃষ্টির উৎস মাসিকের রক্তের ভেতরেও বিনোদন খোঁজেন। আর কত ভাইলোক! শুধু একবার ভাবুন- পাশের নারীটি আপনার সহযাত্রী, ঠিক আপনি যেমন তার সহযাত্রী! পৃথিবী কিন্তু সুন্দর। প্রচন্ড গরমে একগ্লাস ঠান্ডা পানির মত সুন্দর। ______________________

Comments

Popular posts from this blog

অভিজ্ঞতাবাদ

সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য