ফেলানী-কবির সুমন
ওপার বাংলা এপার বাংলা
মাঝখানে কাঁটাতার
গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি
বল তো দোষটা কার।
কেউ দোষী নয় ফেলানি খাতুন
বিএসএফ জানে ঠিক
পথ ভুল করে নিয়েছিল গুলি
হঠাৎ তোমার দিক।
বেকসুর ছুটি পেয়েছে সেপাই
খুনিরা যেমন পায়
ভেবে দেখ মেয়ে ঐ খুনিটাও
বাংলায় গান গায়।
তুমিও গাইতে গুনগুন করে
হয়তো সন্ধ্যে হলে
তোমারই মতন সেই সুরগুলো
কাঁটাতার থেকে ঝোলে।
শোন বিএসএফ শোন হে ভারত
কাঁটাতারে গুনগুন
একটা দোয়েল বসেছে যেখানে
ফেলানি হয়েছে খুন।
রাইফেল তাক কর হে রক্ষী
দোয়েলেরও ভিসা নেই
তোমার গুলিতে বাংলার পাখি
কাঁটাতারে ঝুলবেই।
Comments
Post a Comment