চে গুয়েভারা জীবনী
প্রতিকৃতি চে গুয়েভারা। বিশ্ব পুঁজিবাদের আতঙ্কের নাম আর্নেস্টো চে গুয়েভারাকে নির্মমভাবে হত্যা করে সাম্রাজ্যবাদী শক্তি ভেবেছিল, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমাজতন্ত্রের সংগ্রাম শেষ হয়ে যাবে লাতিন আমেরিকায়। কিন্তু যুগে যুগে চে’র আদর্শের মৃত্যু হয়নি। লাতিন আমেরিকা সহ বিশ্বের দেয়ালে দেয়ালে চে’র ছবি। লাতিন আমেরিকা জুড়ে সংগ্রামী নেতা চে গুয়েভারা এ অঞ্চলের কিংবদন্তিতে পরিণত হয়েছেন। যেখানে শ্রমজীবী, মেহনতি মানুষের সংগ্রাম সেখানে চে'র ছবি হয়ে ওঠে সংগ্রামের অনুপ্রেরণা।কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেয়া এই বিশ্ববিপ্লবীর জন্ম আর্জেন্টিনার রোসারিওতে ১৯২৮ সালের ১৪ই জুন। একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী , বিপ্লবী, ডাক্তার, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবায় বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তার বাবা ছিলেন মুক্তমনের অধিকারী। ধর্মীয় অনুশাসন মানতেন না। আর মা ছিলেন শতভাগ মার্কসবাদী সংগঠক। সমাজতান্ত্রিক রাজনৈতিক ধারার পরিবারে বেড়ে ওঠার কারণে অল্প বয়সেই তিনি রাজনীতি সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন। সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা চে'র পরিবারে ছিল তিন হাজারেরও বেশি বই। ...